জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬৭ তম জাতীয় স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে অনুর্দ্ধ ১৭ বছর বয়সী বালক বালিকাদের যোগাসন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান আগরতলায় অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আগরতলা এন এস আর সি সি-তে এই আসর বসবে। বুধবার মহাকরনে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরো বলেন, দেশের প্রায় প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে প্রতিযোগিরা প্রায় ৫শ জনপ্রতিনিধি এতে অংশ নেবেন। ভিন রাজ্যে থেকে ইতিমধ্যে ২০০ জনের বেশী চলে এসেছেন। বাকিরা ট্রেনে করে আসছেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিদের জাতে কোন অসুবিধা না হয় তার জন্য সব ধরণের আয়োজন করা হয়েছে বলেও জানান। এই আসরকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সঙ্গে দপ্তরের সচিব ও অধিকর্তাও উপস্থিত ছিলেন।