জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংখ্যালঘু ভোটারের ধস নেমেছে সিপিআইএম দলে। গত ৩০-৩৫ বছরের কট্টরপন্থী সিপিআইএম সমর্থকরাও বিজেপির পতাকা তলে শামিল হতে শুরু করেছে। বৃহস্পতিবার তেলিয়ামুড়ার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাইশ ঘরিয়া এলাকার ৪৬ পরিবারের ২৩৯ জন সংখ্যালঘু ভোটার বিজেপির পতাকা তলে এসে হাজির হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক যোগদান সভা। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী দেববর্মা জানান, রাজ্যের উন্নয়নের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আরো বেশি করে সামিল হতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিনের কট্টরপন্থী সিপিআইএম কর্মী সমর্থকরাও তাদের ভুল বুঝতে পেরে বিজেপি দলে সামিল হতে শুরু করেছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সি পি আই এম দলে আরও বড় ধরনের ভাঙ্গন দেখা দেবে।