জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২২শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে দেশের প্রাণপ্রিয় পুরুষ শ্রী রামলালার মন্দির। এদিন স্বমহিমায় শ্রীরামচন্দ্র অযোধ্যায় পদার্পণ করবেন, সেদিকে লক্ষ্য রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান রেখেছেন যে মকর সংক্রান্তির দিন থেকে অর্থাৎ ১৪ থেকে ২২ জানুয়ারী তারিখ অবধি আমাদের রাজ্যের তীর্থ ক্ষেত্রগুলিতে স্বচ্ছ ভারত অভিযান করার। সেদিকে লক্ষ্য রেখে মঙ্গলবার রাজধানীর শিবনগর স্থিত রামঠাকুর আশ্রমে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে সাফাই কর্মসূচি পালন করা হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব ও ২৩ নং ওয়ার্ডের কর্পোরেটর মনিমুক্তা ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রদেশ বিজেপি সভাপতি বক্তব্য রাখতে গিয়ে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে সংগঠনের সকল কর্মী ও সাধারণ মানুষ যেন এই ধর্মীয় তীর্থ ক্ষেত্রগুলিতে সাফাই অভিযানে মিলিত হয়ে প্রধানমন্ত্রী আহ্বানকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানান এবং সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এই রামলালার মন্দির প্রতিষ্ঠা ও উপলক্ষে যে উৎসাহ উদ্দীপনা তা সনাতন ধর্মাবলম্বীদের গর্বের বিষয় বলেও অভিমত ব্যক্ত করেন। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।