Site icon janatar kalam

২০৩০ সালের মধ্যে ১০ লাখ টন সবুজ হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য ভারতের: হার্দীপ সিং পুরী

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হার্দীপ সিং পুরী আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, ভারত প্রত্যাশিত সময়ের ছয় বছর আগেই ২০ শতাংশ বায়োফুয়েল মিশ্রণের লক্ষ্য পূরণ করেছে। নয়াদিল্লিতে আয়োজিত ওয়ার্ল্ড হাইড্রোজেন ইন্ডিয়া সামিট-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ৫০ লাখ টন সবুজ হাইড্রোজেন উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অত্যন্ত রক্ষণশীল।

মন্ত্রী আরও জানান, সবুজ হাইড্রোজেনই ভবিষ্যতের জ্বালানি এবং স্থানীয় চাহিদা, স্থানীয় উৎপাদন ও স্থানীয় ব্যবহার নিশ্চিত করতে পারলেই এর সাফল্য আসবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের তেল ও গ্যাস খাতের পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) সংস্থাগুলি ইতিমধ্যেই ২০৩০ সালের মধ্যে ১০ লাখ টন সবুজ হাইড্রোজেন স্থাপন পরিকল্পনা ঘোষণা করেছে, যাতে জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে ভারত নেতৃত্ব দিতে পারে।

হার্দীপ সিং পুরী আরও জানান, জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে বর্তমানে সারা দেশে রাস্তা পরিবহনের জন্য ৩৭টি যানবাহন (বাস ও ট্রাক) এবং ৯টি হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন চালু রয়েছে। পাশাপাশি কম খরচের সৌর বিদ্যুৎ, বিশ্বের বৃহত্তম সিঙ্ক্রোনাস গ্রিড, বিশাল দেশীয় চাহিদা এবং অসাধারণ প্রকৌশল দক্ষতার কারণে ভারত আগামী দিনে সবুজ হাইড্রোজেন উৎপাদন ও রপ্তানিতে বৈশ্বিক চ্যাম্পিয়ন হয়ে উঠবে বলে তিনি আশাবাদী।

Exit mobile version