জনতার কলম ওয়েবডেস্ক :- তাহলে কি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছেন বিরাট কোহলিও রোহিত শর্মা? দুজনই এর আগে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন তাঁদের লক্ষ ২০২৭ওয়ানডে বিশ্বকাপ। অনেকে মনে করছেন, ওই বিশ্বকাপই হবে তাঁদের ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।
কিন্তু এই সময়েই ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, এর আগেই ওয়ানডে ছাড়তে পারেন কোহলি, রোহিতরা প্রতিবেদনে বলা হয়েছে, আগমী আক্টোবরের অস্ট্রেলিয় সফরইে শেষবার ওয়ানডে খেলতে নামতে পারেন কোহলি-রোহিতরা। সিরিজ শেষে তাঁরা অনসরের ঘোষণা দিতে পারেন।
তবে যদি তাঁরা সত্যিই ২০২৭ বিশ্বকাপ খেলতে চান, তাহলে এ বছর ডিসেম্বরের বিজয় হাজারে ট্রফি (ভারতের একদিনের টুর্নামেন্ট খেলতে হবে। এর আগেও ভারতের খেলোয়াড়লে ইংল্যান্ড সফরের আগে রঞ্জি ট্রফি থে লতে বলা হয়েছিল। এবারও একই যুক্তিং বিশ্বকাপের জন্য সেরা দল গড়তে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স যাচাই । এখন রোহিতের বয়স ৩৮, আর কোহলির ৩৬। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাদের বয়স কত হবে সহজেই অনুমান করা যাচ্ছে।
বিসিসিআই সূত্রে দৈনিক জাগরণ জানিয়েছে, তরুণদের সুযোগ দিতে এখন থেকেই দল সাজানোর পরিকল্পনা চলছে। ফলে কোহলি-রোহিতকে বাদ দেওয়ার সম্ভাবনাও আছে। কোহলি ও রোহিত এর আগে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থ হওয়ার পর রঞ্জি ট্রফি খেলেছিলেন। দুজনেই চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।
এর আগে গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একসঙ্গে টি-টোয়েন্টি থেকেও অবসর নেন ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ায় শুরু হবে ২১ অক্টোবর, ম্যাচ হবে পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে। এরপর ডিসেম্বরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আত্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ।
২০২৬ সালে ভারতের ওয়ানডে সুচিতে আছে নিউজিল্যান্ড (জানুয়ারি), আফগানিস্তান (জুন), ইংল্যান্ড (জুলাই), ওয়েস্ট ইন্ডিজ (সেপ্টেম্বর। ও আবার নিউজিল্যান্ড (আক্টোবর) সফর।