২০২৫-২৬ অর্থবছরে আগরতলা পুর নিগম ৪৭৬.৭৪ কোটি টাকার বাজেট পেশ
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের বাজেট পেশ। ২০২৫-২৬ অর্থবছরে আগরতলা পুর নিগম ৪৭৬.৭৪ কোটি টাকার বাজেট পেশ করেছে। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৭২ লক্ষ ২ হাজার টাকা। আয় ধরা হয়েছে ৪৭৫ কোটি টাকা। বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার এবছরের পূর্নাঙ্গ বাজেট পেশ করেছেন।
উল্লেখিত ব্যয় বরাদ্ধের প্রস্তাবের মধ্যে রয়েছে রাজধানীর শকুন্তলা রোড, রামনগর চার নম্বর এবং সৎসঙ্গ আশ্রম এলাকায় তিনটি নতুন ফ্লাড পাম্প হাউস নির্মাণ করা। নিগমের বর্ধিত এলাকায় নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ এবং স্ট্রিট লাইট লাগানোর ব্যবস্থা করা হবে। শহরের তিনটি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
শহরে পানীয় জল সরবরাহের উন্নতিকল্পে পৌরনিগম ১১ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছে। এদিন মেয়র বলেন, শহরবাসীর সার্বিক সুবিধার কথা মাথায় রেখে ৪৭৬ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তাতে ঘাটতি দেখা দিয়েছে ৭২ লক্ষ ২ হাজার টাকা। পুর নিগমরে নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।