Site icon janatar kalam

২০২৫ সালে স্বচ্ছতা ও বিশ্বাসের এক অপূর্ব সঙ্গম প্রত্যক্ষ করেছে দেশ: রাষ্ট্রপতি

জনতার কলম ওয়েবডেস্ক :- চলতি বছর স্বাচ্ছতা ও বিশ্বাসের এক অপূর্ব সমন প্রত্যক্ষ করেছে দেশ। জোর দিয়ে বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, প্রাচীনকাল থেকেই আমাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার ভীত হল পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া। পরিষ্কার-পরিচ্ছন্নতা আমার সংস্কৃতি ও প্রকৃতির এবং আমার মতো কোটি কোটি দেশবাসীর সংস্কৃতি ও প্রকৃতির একটি অংশ।

বাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার প্রবন করেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয়মন্ত্রী মনোহর লাল খাট্টারও উপস্থিত ছিলেন।

টানা অষ্টমবার স্বচ্ছ শহরের খেতাব জিতল মধ্যপ্রদেশের ইন্দোর। এবার দ্বিতীয় হয়েছে গুজরাতের সুন্নাত এবং তৃতীয় মহারাষ্ট্রের নতি মুম্বই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুমু বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার প্রদান করেছেন।

ইন্দোর টানা অষ্টমবারের মতো ভাবতের সবচেযে স্বচ্ছ ও পরিষ্কার শহরের খেতাব দিতেছে। কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় সুধাত দ্বিতীয় এবং নতি মুম্বই তৃতীয় স্থানে রয়েছে। রাষ্ট্রপতি মুর্মু এদিন বলেছেন, যেকোনও জিনিস ন্যূনতম পরিমাণে ব্যবহার করা, বারবার ব্যবহার করা, পুরনো হয়ে চালে একই জিনিস অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা এবং ফেলে সওয়া এবং নষ্ট করা এড়িয়ে চলা আমাদের জীবনধারা।

রাষ্ট্রপতি আরও বলেছেন, দেশের বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সফল স্টার্ট-আপগুলি আবির্ভূত হচ্ছে, জেনে আমি আনন্দিত। শূন্য বর্জ্য উপনিবেশ গুলি ভালো উদাহরণ স্থাপন করছে। স্কুলে পড়া শিশুরা বাড়িতে ব্যাব্যদের পরিষ্কার-পরিচ্ছন্নতার পাঠ দিচ্ছে। স্বচ্ছতার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেছেন, পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু আমাদের এখনও অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্লাস্টিক এবং ইলেকট্রনিক বর্জ্য নিয়ন্ত্রণ করা এবং এগুলির কারণে সৃষ্ট দূষন রোধ করা একটি বড় চ্যালেঞ্জ।

Exit mobile version