Site icon janatar kalam

২০১৮ সালের পর থেকে বিরোধীদের দমনে সক্রিয় রয়েছে শাসকদল: অমল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শাসক দলের দুর্বৃত্তরা ২০১৮ সালের পর থেকে এখনো বিরোধীদের দমনে সক্রিয় রয়েছে। সিপিআইএম নেতা কর্মীদের উপর আক্রমন চালিয়ে আসছে। ভাঙচুর করা হচ্ছে পার্টি অফিস এবং সিপিএম নেতা কর্মীদের। জনজীবনের উপর আঘাত আনছে। বক্তা সিপিএম অমল চক্রবর্তী। শনিবার ধর্মনগর পার্টি অফিসে আক্রান্ত সিপিএম কর্মী হরকুমার দেবনাথকে আগরতলা জিবিতে রেফার করা হয়।

তার চিকিৎসার খবর নিতে জিবি হাসপাতালে যান সিপিএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, বিধায়ক সুদীপ সরকার, যুবরাজ নগরের বিধায়ক সলেন্দ্র চন্দ্র নাথ প্রমুখ। এদিন এক প্রতিক্রিয়ায় সিপিএম নেতা অমল চক্রবর্তী বলেন শুক্রবার জনজীবনের তিন দফা দাবির ভিত্তিতে রাজ্যের বিভিন্ন ব্লকে আন্দোলন সংগঠিত ডেপুটেশন দেয়া হয়।

যুবরাজনগরেও এই কর্মসূচি চলে। সেইসময় শাসক দলের একদল দুষ্কৃতী সিপিএম অফিসে হামলা চালায়। ভাঙচুর করা হয় অফিসের জিনিস পত্র। মারধর করা হয় দলীয় নেতা কর্মীদের। সেখানেই আক্রান্ত হন হরকুমার দেবনাথ। তার অবস্থা এখন শোচনীয়।

Exit mobile version