২মাসে চুরি যাওয়া ১কোটি ২৫ লক্ষ টাকার বাইক সহ জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম পূর্ব আগরতলা থানার পুলিশ
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব আগরতলা থানার পুলিশ উদ্ধারকৃত চুরিয়াওয়া বিভিন্ন সামগ্রী আদালতের নির্দেশে তুলে দিলো সংশ্লিষ্ট গৃহস্থদের হাতে। গত দুই মাসে উদ্ধারকৃত সামগ্রীগুলি মঙ্গলবার থানার আধিকারিকরা গৃহস্থদের হাতে তুলেদেন। এর মধ্যে রয়েছে ৪০০ গ্রাম স্বর্ণালংকার, ৭টি বাইক, ১ টিকরে স্কুটি ও গাড়ি, জ্বালানী গ্যাসের সিলিন্ডার সহ কিছু নগদ টাকা রয়েছে।
এদিন থানায় ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার, ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্নরা। নিয়ম অনুযায়ী চুরি যাওয়া সামগ্রী পুলিশ উদ্ধার করলে পরবর্তী সময় তা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিতে হয় আর এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাই করলো পূর্ব আগরতলা থানার পুলিশ।
কিন্তু প্রশ্ন হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে চোরের দল পুলিশের জালে ধরা পড়লেও কোনো ভাবেই চুরি ছিনতাই এর ঘটন রোধ করা যাচ্ছে না। বরং দিন দিন ত বেড়েই চলেছে।