Site icon janatar kalam

১ লক্ষ পেরিয়ে গেল সোনার দাম

জনতার কলম ওয়েবডেস্ক :- ১ লক্ষ পেরিয়ে গেল সোনার দাম। বিশ্ববাজারে প্রবল অনিশ্চয়তার জেরে গত কয়েকদিন ধরেই উর্ধমুখী সোনার দাম। তবে মঙ্গলবার দামের নিরিখে সর্বোচ্চ রেকর্ড গড়ল সোনা। ১০ গ্রাম সোনার দাম পেরিয়ে গেল ১ লক্ষের গণ্ডি। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতার মতো একাধিক বড় শহরে ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ছুঁয়েছে ১০ হাজার।

সোমবার বিকেলে মার্কিন বাজারে লাফিয়ে বাড়ে সোনার দাম। একধাক্কায় ১.৭ শতাংশ বাড়ে সোনার দাম। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির জেরে সোনা কেনার দিকে বেশি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। তার জেরেই চড়চড়িয়ে সোনার দাম বাড়ছে। আমেরিকার এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ভারতের বাজারেও। মঙ্গলবার যাবতীয় রেকর্ড পেরিয়ে ১ লক্ষে পৌঁছে গেল ১০ গ্রাম সোনার দাম।

গুডরিটার্নস নামক একটি ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে ২৪ ক্যারাট সোনার প্রতিগ্রামের দাম ১০ হাজার ১৫০ টাকা। নয়ভা, শুরুগ্রাম, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতে প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১০ হাজার ১৩৫ টাকা। কলকাতাতেও একই দাম রয়েছে সোনার। তবে গয়নার জন্য ২৪ ক্যারাটের সোনা ব্যবহার হয়না। কিন্তু গয়নায় ব্যবহাত ২২ ক্যারাট সোনার দামও এক লক্ষের দিকে ছুটছে।

Exit mobile version