Site icon janatar kalam

১৮ ভোট পেয়ে চণ্ডীগড়ের মেয়র সৌরভ জোশী, বিজেপির বড় জয়

জনতার কলম ওয়েবডেস্ক :- চণ্ডীগড় পুর নিগমের মেয়র নির্বাচনে ভূমিধস জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি প্রার্থী সৌরভ জোশী চণ্ডীগড়ের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ভোটাভুটিতে সৌরভ জোশী মোট ১৮টি ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির (আপ) যোগেশ ধিংরা পান ১১টি ভোট এবং কংগ্রেস প্রার্থী গুরপ্রীত সিং গাবি পান ৭টি ভোট।

এই নির্বাচনে চণ্ডীগড়ের সাংসদ মনীশ তিওয়ারি কংগ্রেস প্রার্থী গুরপ্রীত সিং গাবির পক্ষে ভোট দেন। উল্লেখযোগ্যভাবে, এবছর মেয়র নির্বাচনে কাউন্সিলরদের হাত তুলে ভোট দেওয়ার মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। পুরো প্রক্রিয়াটি তদারকি করেন প্রিসাইডিং অফিসার রমনীক সিং বেদি।

এদিকে, সিনিয়র ডেপুটি মেয়র পদেও জয় পেয়েছে বিজেপি। বিজেপি প্রার্থী জসমনপ্রীত সিং ১৮টি ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে আপ প্রার্থী মুনাওয়ার খান পান ১১টি ভোট।

ডেপুটি মেয়র পদেও বিজেপির সাফল্য অব্যাহত থাকে। বিজেপি প্রার্থী সুমন শর্মা ১৮টি ভোট পেয়ে জয়ী হন, আপ প্রার্থী যশবিন্দর কৌর পান ১১টি ভোট।

উল্লেখযোগ্যভাবে, সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র—এই দুই পদের নির্বাচনে কংগ্রেস অংশগ্রহণ করেনি। ভোটের পর আম আদমি পার্টির চণ্ডীগড় ইনচার্জ জার্নাইল সিং সামাজিক মাধ্যমে একটি পোস্টে কংগ্রেসকে আক্রমণ করে অভিযোগ করেন যে, কংগ্রেস আবারও বিজেপিকে সমর্থন করেছে।

Exit mobile version