Site icon janatar kalam

১৬ বছর বয়সী ভারালিকার স্বপ্ন পূরণ প্রকাশিত হল তাঁর বই “এভরিথিং উই নেভার সেইড”

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রকাশ্যে ভারালিকা মানাকসিয়ার কবিতার বই ‘এভরিথিং উই নেভার সেইড’…দশ বছর বয়েসে একবার ক্যাম্পে গিয়ে তিনি ১২০ পাতার একটা বই লেখেন ষোল বছর বয়সী লা মার্তিনিয়ার ফর গার্লসের ছাত্রী ভারালিকা মানাক্সিয়া। তাঁর স্বপ্ন ছিল সেই লেখা বই আকারে প্রকাশিত হবে আর লেখিকা হিসেবে তাঁর পরিচয় হবে। তাঁর সেই স্বপ্ন সফল হয়েছে, প্রকাশিত হল তাঁর বই “এভরিথিং উই নেভার সেইড”। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গিত শিল্পি জো জো ও অভিনেতা রাহুল ব্যনার্জী সহ অন্যান্য বিশিষ্টরা । ভারালিকা মানাক্সিয়া, ষোল বছর বয়সী লা মার্তিনিয়ার ফর গার্লসের ছাত্রী। শনিবার বাড়ির বড়রা যখন বাড়িতে কেউ থাকে না, কম্বলের তলায় নিজেকে গুটিয়ে গরম কফি আর পিৎজা খেতে খেতে বই পড়তে বা টিভি’তে নিজের প্রিয় অনুষ্ঠান দেখতে ভালোবাসা মেয়েটির আত্মপ্রকাশ এই কবিতার বই “এভরিথিং উই নেভার সেইড”-এর মাধ্যমে। এই বইয়ের বেশিরভাগ কবিতা সেই নির্জন মুহূর্তের সৃষ্টি, যেসময় তাঁর সঙ্গী থেকেছে শুধু তিনিই। লেখালেখি তাঁর অন্যতম ভালোবাসা। একটা সময় তিনি তাঁর মানসিক স্বাস্থ্যের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত এই যুদ্ধ জয় করতে পেরেছেন তাঁর লেখার হাত ধরে, তাঁর মনের ভাবনাকে লেখার মাধ্যমে প্রকাশ করে। তিনি আশা রাখেন তাঁর এই লেখা অন্য কারোর জীবনেও পরিবর্তন আনবে, যেমন তাঁর নিজের জীবনে এনেছেন।

 

 

Exit mobile version