জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর পদে মোট ১ হাজার ৬১৫ জন শিক্ষক নিয়োগ করা হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের কথা বলতে গিয়ে পর্যটনমন্ত্রী বলেন, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে স্নাতকোত্তর শিক্ষক পদে ৯১৫ জন নিয়োগ করা হবে।
টিআরবিটি-এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এক্ষেত্রে যারা স্নাতকোত্তর পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়েছেন এবং বি.এড রয়েছে তারাই এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া এই দপ্তরের অধীনেই স্নাতক স্তরের ৭০০ জন শিক্ষক নিয়োগ করা হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ৩৭টি বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এইক্ষেত্রে ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্ব-উদ্যোগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ৬ জন ডেন্টাল মেডিক্যাল অফিসার টিপিএসসি’র মাধ্যমে নিয়োগ করা হবে।