Site icon janatar kalam

১৫ কেজির উপর গাঁজা সহ ১ পাচারকারীকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা সরকারি রেল পুলিশের হাতে ফের আটক গাঁজা সহ এক পাচারকারী। ১৫ কেজির উপর গাঁজা সহ ১ পাচারকারীকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ।থানার ওসি তাপস দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারিকে আটক করা হয়েছে। বহিঃরাজ্যে পাচারের জন্য এই ব্যক্তি রেল স্টেশনে এসেছিল। সেই সংবাদের উপর ভিত্তি করে আগরতলা জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে ওত পেতে বসে।

তখন পুলিশ লক্ষ্য করে একজন লোক দুটি ব্যাগ নিয়ে রেল স্টেশনে প্রবেশ করেছে। প্রথমে আগরতলা জিআরপি থানার পুলিশ সন্দেহ জনক তাকে আটক করে। ধৃত ব্যক্তির নাম ফকর উদ্দিন আহমেদ। ধৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ধৃত ব্যক্তির বাড়ি আসামের কামরূপ। ধৃত ব্যক্তিকে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। অভিযোগ এভাবেই অবৈধ উপায়ে রেলের মাধ্যমে নেশা সামগ্রী পাচার করে নেশাকারবারিরা।

Exit mobile version