Site icon janatar kalam

১৪.৫ কোটি টাকার গাঁজা ধ্বংস করে মাদক নির্মূলে অভিযান আসাম রাইফেলসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার সিপাহীজলা জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে আগরতলা থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণে বক্সানগর এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা চাষ ধ্বংস করা হয়।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি দল সিপাহীজলা জেলা পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস এবং বন দপ্তরের সঙ্গে সমন্বয় করে এই যৌথ অভিযান চালায়। অভিযানে প্রায় ৫৮ একর জমিতে চাষ করা ১ লক্ষ ৪৫ হাজার অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হয়।

কর্তৃপক্ষের মতে, ধ্বংস হওয়া এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪.৫ কোটি টাকা, যা অঞ্চলে সক্রিয় মাদক চক্রের জন্য বড় ধাক্কা।
এই অভিযান মাদক নির্মূলে আসাম রাইফেলসের অটল অঙ্গীকারকে আরও একবার তুলে ধরেছে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাহিনীর দৃঢ় অবস্থানের প্রমাণ দিয়েছে।

উত্তর-পূর্ব ভারতের প্রহরী হিসেবে পরিচিত আসাম রাইফেলস শান্তি, নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে চলেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

Exit mobile version