Site icon janatar kalam

১৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার বাংলাদেশি যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুকনো গাঁজা সহ মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশের এক যুবক । মধুপুর থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক এবং রাধানগর বিএসএফ ক্যাম্পের বিএসএফরা এই সাফল্য পেয়েছে । সংবাদের প্রকাশ ,শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফের কাছে খবর আসে রাধানগর সীমান্ত এলাকা দিয়ে গাঁজা পাচার হচ্ছে। এমন সময় পুলিশ এবং বিএসএফ ওত পেতে বসে থাকে। পরবর্তী সময়ে বাংলাদেশী এক যুবক এই পারে এসে গাজা পাচার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ এবং বিএসএফের হাতে আটক হয়। জানা যায় বাংলাদেশী আরেকজন গাজা পাচারকারী ছিল যার নাম শফিক । পুলিশের আচ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে এক যুবককে আটক করে। তার নাম মোঃ বাবু । বাড়ি বাংলাদেশ কসবা থানা অন্তর্গত চক বস্তা এলাকায়। আটককৃত যুবক জানায় , হরিহরদোলা, রাধানগর এলাকার কিছু যুবক তার সাথে সর্বদায় গাঁজা পাচার করে যাচ্ছে।পুলিশ তার কাছ থেকে এপারের বেশ কয়েকজনের নাম সংগ্রহ করেছে । তদন্তের স্বার্থে এখনই সেগুলি প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন । শনিবার আটককৃত যুবককে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয়েছে ।

 

 

 

Exit mobile version