Site icon janatar kalam

১৩৪ তম জন্ম জয়ন্তীতে আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ত্রিপুরা রাজ্যপালের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য সংবিধানে অধিকারের কথা লিখে গেছেন ডঃ বি আর আম্বেদকর। এখনও যারা অর্থনৈতিক ভাবে সমাজে পিছিয়ে আছেন তাদের এগিয়ে নিয়ে যাওয়া জন্য চেষ্টা জারি রাখার আহ্বান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর। প্রতিবছর সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় সারা দেশের সঙ্গে রাজ্যেও।

এবছর আম্বেদকরের ১৩৪ তম জন্ম জয়ন্তী। রবিবার সকালে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আম্বেদকর স্মরণ অনুষ্ঠান হয় ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে। সেখানে আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও অংশ নেন।

 

 

Exit mobile version