জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের গর্ব টি এস আর নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি নানাবিধ সামাজিক কাজ করে থাকে। এর উদাহরণ পূর্বেও অনেক রয়েছে এ রাজ্যে। এই ধরনের আরও একটি সামাজিক কর্মসূচী পালন করল ১২ নাম্বার টি এস আর বেটেলিয়ান। শুক্রবার চাকমাঘাট স্থিত টি এস আর ১২ বেটেলিয়ান এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই সামাজিক কর্মসূচী।
এদিন বেটেলিয়ানের উদ্যোগে রক্তদান এবং সিভিক অ্যাকশন প্রোগ্রাম আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অমিতাভ রঞ্জন, আইপিএস, পুলিশ মহাপরিচালক, ত্রিপুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ আধিকারিক রমেশ যাদব। টি এস আর ১২ বেটেলিয়ান এর কমান্ডেন্ট রত্নদিপ্ত দাস সহ অন্যান্যরা।এদিন সেচ্ছায় রক্তদান ছাড়াও এলাকার গরিব দূস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করাহয়। তাছাড়াও ছাত্র ছাত্রী দের মধ্যে শিক্ষা সামগ্রীও বিতরণ করেন উপিস্থিত অতিথিগন।