Site icon janatar kalam

“১১ বছরে মোদী হলেন গ্লোবাল লিডার, গান্ধী পরিবার হজম করতে পারছে না”: হিমন্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারে কংগ্রেসের এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মায়ের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ঘিরে রাজনীতিতে উত্তাল পরিস্থিতি। এ প্রসঙ্গে আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ও মহাজোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন।

হিমন্ত বলেন, “রাহুল গান্ধী, তেজস্বী যাদব ও অন্যান্যরা প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন। এটি অত্যন্ত নিন্দনীয়। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের মাটি থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং ক্ষমা চাইতে বলেছেন। কিন্তু ক্ষমা চাওয়ার পরিবর্তে কংগ্রেস মধ্যপ্রদেশ থেকে কাউকে এনে পুরো বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করেছে।”

তিনি আরও জানান, বিহার সরকার ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং প্রার্থী নওশাদকেও খোঁজা হচ্ছে। তাঁর দাবি, “এটাই কংগ্রেসের মানসিকতা। গান্ধী পরিবার কখনও ভাবতেই পারেনি যে গান্ধী পরিবারের বাইরে কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী মনে করেন প্রধানমন্ত্রী পদ কেবল তাঁদের পরিবারের জন্য। এটাই তাঁদের সামন্ততান্ত্রিক মানসিকতা।”

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “প্রধানমন্ত্রী মোদী সেই অহঙ্কার ভেঙে দিয়েছেন। টানা ১১ বছর দেশ চালিয়ে গ্লোবাল লিডার হয়েছেন। জাপান ও চীনে প্রধানমন্ত্রীকে যেভাবে স্বাগত জানানো হচ্ছে, তা গান্ধী পরিবার কল্পনাও করতে পারেনি। তাই তাঁরা অপমানজনক ভাষায় প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মাকে আক্রমণ করছেন। এর জবাব বিহারের মানুষ ভোটের মাধ্যমেই দেবেন।”

Exit mobile version