Site icon janatar kalam

১১ বছরের নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত

Oplus_131072

জনতার কলম আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরা রাজ্যে নাবালিকা ধর্ষণের ঘটনার আগেও বহুবার হয়েছে, একইভাবে আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া দিলিপ পল্লী এলাকায় আবারো নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে গেল। জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ওই এলাকার সৌরভ বর্মন ওরফে প্রকাশ নামে এক যুবক একই এলাকার ১১ বছরের এক লাবালিকা মেয়েকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে একটি ঘরে ধর্ষণ করে।

পরে নাবালিকা মেয়েটি এই ঘটনাটি তার মা-বাবাকে জানালে তারা অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন ওরফে প্রকাশের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করেন নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে। আমতলী থানার পুলিশ এই অভিযোগ গ্রহণ করেই বুধবার দুপুরে ঘটনাস্থলে ফরেনসিক টিমকে নিয়ে পর্যবেক্ষণ করে এবং সেদিন অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন ওরফে প্রকাশকে গ্রেফতার করে।

এই ব্যাপারে আমতলী থানার পুলিশ পক্সো আইনে একটি মামলা নথিভুক্ত করে। আমতলী থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্যাতিতা নাবালিকা মেয়েটিকে শারীরিক পরীক্ষা করা হয় হাসপাতালে নিয়ে গিয়ে। মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুস্মিতার দেবনাথ ঘটনার তদন্ত শুরু করেছে। সম্ভবত বৃহস্পতিবার নাবালিকা মেয়েটির জবানবন্দী রেকর্ড করতে পারে আদালত।

বৃহস্পতিবার বিকালে ধৃত সৌরভ বর্মনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে অভিযুক্ত সৌরভ বর্মনের কঠুর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে। এলাকাবাসীদের দাবি অভিযুক্ত সৌরভ বর্মনকে এমন শাস্তি প্রদান করা হোক যাতে করে আগামী দিনে এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে কেউ যেন সাহস না পায়। এই বিষয়ে মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

Exit mobile version