জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতিসম্প্রতি চুরাইবাড়িতে একটি বড় মাপের সাফল্য পেয়েছিল উত্তর জেলা পুলিশ। তার পক্ষ কালের মধ্যে আবারো উত্তর জেলার পুলিশের ঝুলিতে একটি বড় মাপের সাফল্য সংযোজিত হল। গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার থেকে অপেক্ষায় ছিল দামছড়া তথা উত্তর জেলার পুলিশ। দামছড়া নাকা পয়েন্টে পূর্বসূত্র অনুযায়ী পুলিশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে গত ১৯ আগস্ট থেকে সারা রাজ্যেই শুরু হয়েছে পুলিশের বিশেষ যানবাহন তল্লাশি অভিযান। তারই অঙ্গ হিসেবে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চূড়ান্ত চেকিং চলছে। দামছড়া থানার ওসি রাজু ভৌমিকের নেতৃত্বে এবং উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে শুক্রবার থেকে দামছড়া নাকা পয়েন্টে প্রচন্ড তৎপরতার সাথে পুলিশ সক্রিয় হয়ে উঠে। এর মধ্যেই শনিবার সকালে একটি বোলেরো গাড়ি আসে। পূর্বের নির্দেশ অনুযায়ী পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায় এবং তল্লাশিতে আশ্চর্যজনক ভাবে একশো কৌটা হেরোইন ধরা পড়ে। যার ওজন এক কেজি ৩০০ গ্রাম। উদ্ধার হওয়া হিরোইনের কালো বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। হিরোইনের পাশাপাশি আসামের করিমগঞ্জ জেলার খলিল উদ্দিন নামে একজনকে আটক করা হয়। একই সাথে বলেরো গাড়িটিকে পুলিশ নিজেদের কব্জায় নিয়ে তদন্ত শুরু করেছে। এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত চলছে বলে জানালেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।