Site icon janatar kalam

হোস্টেল ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাধারঘাট স্পোর্টস স্কুলে চাঞ্চল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হোস্টেল ছাত্রীর মৃত দেহ উদ্ধারকে ঘিরে রাজধানীর বাধারঘাট স্পোর্টস স্কুলে চঞ্চল্য। ঘটনার বিবরণী জানা যায় রাজধানীর বাধারঘাটের স্পোর্টস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আলিসা দেববর্মার মৃতদেহ উদ্ধার হয় গতকাল এই বিষয়ে জানতে মঙ্গলবার মৃত ছাত্রীর পরিবারের সদস্য এবং সহপাঠী ও টি এস এফ এর সদস্যরা হোস্টেলে আসেন।

তারা মৃত্যুর কারণ সম্পর্কে হোস্টেল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কর্তৃপক্ষ সঠিক কোন জবাব দিতে পারেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে হোস্টেলে কর্তব্যরত কর্মচারী এবং মৃত ছাত্রীর পক্ষে আসা লোকজনের মধ্যে বচসা বাধে। এই পরিস্থিতিতে খবর দেওয়া হয় এডি নগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলে একদিকে যেমন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এমনি চাপা উত্তেজনা বিরাজ করছে। এভাবে পরিবারের ছোট এক সদস্যকে হারিয়ে দুঃখের সাগরে ভাসছেন সকলে।

Exit mobile version