Site icon janatar kalam

হেজামারায় হামলার ঘটনায় মুখ্যমন্ত্রীর তীব্র নিন্দা, আহতদের খোঁজ নিলেন জিবি হাসপাতালে

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- হেজামারায় দলীয় নেতা ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। সোমবার জিবি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এসময় মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন—আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই ছাড়া হবে না।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শারদোৎসব উপলক্ষে হেজামারা কমিউনিটি হলে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই তিপ্রা মথার কর্মী-সমর্থকরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করা হয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনায় মঙ্গল দেববর্মাসহ অন্তত ৬–৭ জন কর্মী গুরুতরভাবে আহত হন।

আহতদের দেখতে হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “শারদোৎসবের মতো আনন্দঘন অনুষ্ঠানকে ঘিরে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আইন নিজের পথে চলবে, অপরাধীরা কেউই রেহাই পাবে না।”

Exit mobile version