Site icon janatar kalam

হেজমারাস্থিত মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হেজমারাস্থিত মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেন এই মজুত কেন্দ্রের ইনচার্জকে কারন দর্শানোর নোটিস দেওয়ার জন্য।বুধবার সদর উত্তরের হেজামারাস্থিত মৎস্য দপ্তরের অধীন মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। দীর্ঘ ৬ মাস ধরে বন্ধ এই মজুত কেন্দ্রটি বলে অভিযোগ।

মজুত কেন্দ্রের অভ্যন্তরে নষ্ট হয়ে রয়েছে মৎস্য চাষের সামগ্রী। মন্ত্রী এদিন নিজের চোখে সবকিছু প্রত্যক্ষ করেন। এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি। মজুত কেন্দ্রটি নিয়মিত না খোলার ফলে নষ্ট হচ্ছে মজুত কেন্দ্রের পরিকাঠামো। মন্ত্রীর সাথে ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা, অতিরিক্ত অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।

মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি পরিদর্শন করে দপ্তরের আধিকারিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি তৎক্ষণাৎ দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেন এই মজুত কেন্দ্রের ইনচার্জকে কারন দর্শানোর নোটিস দেওয়ার জন্য।

 

Exit mobile version