Site icon janatar kalam

হিরোশিমা দিবসে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ধিক্কার এসইউসিআই’র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ অগাস্ট হিরোশিমা দিবস। ১৯৪৫ সালের এই দিনে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে আণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। আনবিক বোমা বিস্ফোরণের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং শহরটি ধুলিস্যাৎ হয়ে যায়। ৯-আগষ্ট আবার জাপানের আর একটি শহর নাগাসাকিতেও আনবিক বোমা ফেলে ধবংসলীলা চালায় আমেরিকা। এই দুই বোমা বিস্ফোরণে তাৎক্ষণিক মৃত্যু ছাড়াও রেডিয়েশনে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়।

মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা বিরোধী এই জঘন্য হত্যাকান্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ নিন্দা জানায়। তখন থেকেই ৬-আগষ্ট বিশ্বব্যাপী হিরোসিমা দিবস হিসাবে পালন করা হয়। বুধবার এস ইউ সি আই (সি)এর উদ্যোগে “হিরোসিমা দিবস” পালন করা হয়। তারা বটতলায় একটি যুদ্ধ বিরোধী ধর্ণা সংঘটিত করে। সাম্রাজ্যবাদীদের সৃষ্ট গাজা ভূখন্ডের অধিবাসীদের মর্মান্তিক দুর্দশার প্রতিবাদে এবং সাম্রাজ্যবাদীদের মানবসভ্যতা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার জানাতে যুদ্ধ বিরোধী শান্তিপ্রীয় সকল জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানায় এস ইউ সি আই (সি)।

Exit mobile version