জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘক্ষণ ধরে হসপিটালের বেডে পড়ে কাতরাচ্ছে দুর্ঘটনা রোগী। দেখা নেই চিকিৎসকের হেল দোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। জানা যায় বৃহস্পতিবার দুপুরে নিউ মার্কেট বাজারের সামনে একটি দ্রুতগামী বাইক সজোরে ধাক্কা মারে এক মহিলাকে, পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত মহিলা বিনা রানি দাস, বাড়ি বিশালগড় নেতাজিনগর এলাকায় তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
মহাকুমা হাসপাতালে বেডে দীর্ঘ এক ঘণ্টা ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে। এই নিয়ে মহকুমা হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস এর সঙ্গে কথা বলেও কোনো কিছু হয়নি। শেষ পর্যন্ত সাংবাদিকেদের প্রচেষ্টায় হাসপাতালে বেডে কাত্রানো রোগীকে পাঠানো হয় হাপানিয়া হাসপাতালে।