জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বিহার বিজয়ে ধলাইয়ে উদযাপন, বিজয় সমাবেশে কেন্দ্রের নেতৃত্বের প্রশংসা করলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের আনন্দে মুখর হল ত্রিপুরার ধলাই। শনিবার ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির উদ্যোগে হালাহালি বাজারে আয়োজন করা হয় ‘বিহার বিজয় সমাবেশ’, যেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।
জনসমাগমে ভরপুর এই সমাবেশে মন্ত্রী সুধাংশু দাস কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন,
“দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী জীর দূরদর্শী নেতৃত্বেই বিহারে এনডিএ-র এই অভূতপূর্ব জয় সম্ভব হয়েছে। এই জয় শুধু বিহারের নয়—এটি সারা দেশে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করবে, ত্রিপুরাতেও নতুন উদ্দীপনা যোগাবে।”
তিনি আরও উল্লেখ করেন যে বিহারের উন্নয়নমুখী রাজনীতি ও কেন্দ্রীয় নেতৃত্বের নীতিনিষ্ঠ সিদ্ধান্ত জনগণের আস্থা অর্জন করেছে। এই বিজয়ের ফলে উত্তর-পূর্বসহ সারা দেশে বিজেপির ভিত্তি আরও দৃঢ় হবে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা বিজেপি নেতৃত্বদের দাবি, বিহারের এই বিজয় সংগঠনের কর্মীদের মধ্যে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস এনে দিয়েছে। ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ে এই ফলাফল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
হালাহালি বাজারে অনুষ্ঠিত এই বিজয় সমাবেশে বিজেপির জেলা নেতৃত্ব, কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরো এলাকা ছিল উৎসবমুখর—ঢাক, মাইক, পতাকা ও স্লোগানে উৎসাহে ফেটে পড়ে জনসভা প্রাঙ্গণ।

