জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের রেল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা টাউন রেল স্টেশন থেকে হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসঙ্গে তিনি ভার্চুয়াল মাধ্যমে গুয়াহাটি–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনেরও যাত্রার সূচনা করেন।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের জন্য স্বল্প খরচে বিমান-সদৃশ আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দেবে। দীর্ঘ দূরত্বের যাত্রাকে আরও দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতেই এই আধুনিক ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।
১৬টি অত্যাধুনিক কোচ নিয়ে গঠিত এই সেমি-হাই-স্পিড ট্রেনটির মোট যাত্রী ধারণক্ষমতা ৮২৩ জন। সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম এই ট্রেনটি সাধারণ যাত্রী, ছাত্রছাত্রী, পেশাজীবী, পরিযায়ী শ্রমিক, ব্যবসায়ী ও তীর্থযাত্রীদের জন্য বিশেষভাবে উপকারী হবে বলে মনে করা হচ্ছে।
বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকছে আধুনিক সুযোগ-সুবিধা— আরামদায়ক স্লিপার বার্থ, স্বয়ংক্রিয় দরজা, কাবাচ (KAVACH) নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক টয়লেট, অগ্নি শনাক্তকরণ ও নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং ডিজিটাল যাত্রী তথ্য ব্যবস্থা।
ভাড়ার দিক থেকেও ট্রেনটি যাত্রীবান্ধব। খাবারসহ থার্ড এসি ভাড়া প্রায় ২,৩০০ টাকা, সেকেন্ড এসি ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসি ৩,৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ আকর্ষণ হিসেবে, গুয়াহাটি থেকে ছাড়া ট্রেনে যাত্রীদের জন্য থাকছে খাঁটি অসমীয়া খাবার, অন্যদিকে কলকাতা থেকে ছাড়া ট্রেনে পরিবেশন করা হবে ঐতিহ্যবাহী বাঙালি পদ। ফলে যাত্রাপথেই মিলবে এক অনন্য সাংস্কৃতিক ও রন্ধনশৈলীর অভিজ্ঞতা।
রেল পরিষেবার আধুনিকীকরণে বন্দে ভারত স্লিপার ট্রেন এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

