জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার আইন পেশায় এক বড় মাইলফলক স্পর্শ করল রাজ্য বার কাউন্সিল। শনিবার এক ঐতিহাসিক আয়োজনের মাধ্যমে ৪২০ জন নবীন আইনজীবীকে সনদ প্রদান করা হয়, যার ফলে তাঁরা আজ থেকেই উচ্চ আদালতের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার অধিকার পেলেন। একসঙ্গে এত সংখ্যক অ্যাডভোকেটকে সনদ প্রদানের ঘটনা এই প্রথম—ফলে ত্রিপুরার আইনি পরিকাঠামোতে নতুন যুগের সূচনা হয়েছে বলেই মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, সিনিয়র এডভোকেট পি. কে. বিশ্বাস, পি. কে. ধর, পি. কে. পালসহ বিশিষ্ট আইনজীবীরা। অনুষ্ঠানকে ঘিরে নবীন আইনজীবীদের মধ্যে ছিল তুমুল উৎসাহ।
ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের এক সদস্য জানান,
“আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক। প্রথমবার আমরা একসঙ্গে এতজন আইনজীবীকে সনদ প্রদান করলাম। এর ফলে হাইকোর্টে আইন পরিষেবা আরও শক্তিশালী হবে।”
নতুন সনদপ্রাপ্ত আইনজীবীরা আজ থেকেই তাঁদের অফিশিয়াল প্রশিক্ষণ ও মামলা পরিচালনার কাজ শুরু করতে পারবেন। ফলে আদালতের কার্যপ্রণালী ও বিচারব্যবস্থায় নতুন উদ্যম যোগ হবে বলে আশা করছেন সিনিয়র আইনজীবীরা।
ত্রিপুরার আইনি পরিকাঠামোকে আরও গতি ও দক্ষতা দিতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

