Site icon janatar kalam

হলিক্রস বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন বজরং দলের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক শিক্ষিকা কর্তৃক এক ছাত্রের হাত থেকে ভগবানের মাদুলি জোর করে কেরে নেওয়ার ঘটনার প্রতিবাদ জানালো বজরং দল। সম্প্রতি রাজধানীর বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় হোলি ক্রসের অষ্টম শ্রেণীর এক ছাত্রের হাত থেকে বিদ্যালয়ের এক শিক্ষিকা একটি তাবিজ বা মাদুলি জোর করে কেড়ে নেন ।

এই ঘটনা জানাজানি হতেই রাজধানীর বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায় ।ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার হলিক্রস বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল ।

সংগঠনের নেতৃত্বের দাবি, শিক্ষিকা যে হাত দিয়ে ছাত্রটির মাদুলি খুলে নিয়েছেন সেই হাত দিয়ে ছাত্রটিকে মাদুলি পরিয়ে দিতে হবে ।নতুবা আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।এদিন বিক্ষোভ প্রদর্শনে বজরং দলের কর্মী সমর্থকরা বিভিন্ন স্লোগান ও তোলেন। শিক্ষিকার এই ধরনের আচরণে হোলি ক্রস স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

 

Exit mobile version