Site icon janatar kalam

“হর ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী”— এই স্লোগানকে সামনে রেখে রাজ্যে প্রচার অভিযানে বিজেপ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-দেশব্যাপী ‘হর ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী’ বার্তা ছড়িয়ে দিতে বিজেপির উদ্যোগে চলছে ব্যাপক প্রচারাভিযান। দলের সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে ত্রিপুরাতেও শুরু হয়েছে এই কর্মসূচি। শুক্রবার আগরতলার মহারাজগঞ্জ বাজার এলাকায় ৮ নম্বর টাউন বড়দেওয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ প্রচার কর্মসূচি।

দোকানদার ও ক্রেতাদের কাছে দলের কর্মীরা তুলে ধরেন স্বদেশী পণ্য ব্যবহারের গুরুত্ব। তাদের বার্তা— দেশীয় পণ্য ব্যবহার করলে দেশের অর্থ বিদেশে যাবে না, বরং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ ভাবনাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়।

এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য, বড়দেওয়ালির মণ্ডল সভাপতি শ্যামল দেবসহ অন্যান্য নেতাকর্মীরা। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে তারা স্বদেশী ব্যবহারের বার্তাসংবলিত স্টিকার লাগান এবং সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেন। দলীয় কর্মীদের দাবি, এই প্রচারে বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই মিলছে ইতিবাচক সাড়া।

বিজেপি নেতৃত্বের মতে, স্বদেশী পণ্য ব্যবহারের ফলে দেশের শিল্প যেমন উন্নতি পাবে, তেমনি নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও বাড়বে। তাই জনগণকে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে দলের তরফে।

Exit mobile version