জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হর ঘর তিরঙ্গা অভিযান এবছরও সারা দেশের সঙ্গে রাজ্যে পালন করা হবে ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত। আগরতলা সহ রাজ্যের প্রতিটি জেলায় হবে কর্মসূচী। শুক্রবার জেলা প্রশাসনের তরফে হয় তিরঙ্গা রেলি। এদিন সকালে পশ্চিম জেলা শাসক কার্যালয়ের তরফে রাজধানীতে হয় রেলি।
জেলা শাসক অফিসের সামনে থেকে রেলি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলিতে অংশ নেন জেলা শাসক ডঃ বিশাল কুমার, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ জেলা- মহকুমা প্রশাসনের অন্য আধিকারিকরা। রেলিতে অংশ নেন জেলা প্রশাসনের অফিসের কর্মচারীরা।
তিন দিনব্যাপী প্রতিটি নাগরিক যেন বাড়িতে, কর্মস্থলে তিরঙ্গা পতাকা উত্তোলিত করেন এবং দেশের প্রতি যে তাদের ভালোবাসা তার প্রকাশ করেন। এই আহ্বান জানান জেলা শাসক। ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচী নেওয়া হয়েছে।