জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা ১৩ নম্বর ওয়ার্ডে ক্রমেই বাড়ছে জনঅসন্তোষ। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচিত কাউন্সিলর প্রদীপ চন্দা সম্পূর্ণভাবে এলাকা ও মানুষের সমস্যা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ২০২১ সালে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর থেকে তিনি আর এলাকায় দেখা দেননি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ভাটিঅভয়নগর হরিজন কলোনি এলাকায় ভাঙা পানির ট্যাপ, ময়লা-ভরা রাস্তা, নষ্ট নিকাশি ব্যবস্থা এবং বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন তারা। একাধিকবার অনুরোধ জানানো সত্ত্বেও কাউন্সিলরের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
দুর্গাপূজার সময় শহরজুড়ে মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলরদের শুভেচ্ছা বার্তা সহ ব্যানারে ভরে গিয়েছিল আগরতলা। কিন্তু বাস্তবে উন্নয়ন নেই— এমনই ক্ষোভ স্থানীয়দের। এক হতাশ ভোটার বলেন, “উন্নয়ন শুধু বেলুন — বাহারি রং আছে, কিন্তু ভিতরে কিছুই নেই।”
এমনকি শাসকদল সমর্থক মহিলারাও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন— দুর্গাপূজার আগে আগরতলা পৌর নিগম যে অর্থ বরাদ্দ করেছিল, সেই টাকাগুলো গেল কোথায়? একজন বাসিন্দার অভিযোগ, “আমরা কোনও পরিবর্তন দেখিনি। শুধু প্রতিশ্রুতি, কাজ নেই।”
আগামী পৌর নির্বাচনের আগে তাই স্থানীয়দের একাংশ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন— “উন্নয়ন না হলে ভোটও হবে না।”

