Site icon janatar kalam

হঠাৎ কমলপুর কলেজে ছুটি ঘোষণা ! অধ্যক্ষের  বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ABVP’র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্ধ কলেজ! অথচ, জানা নেই কলেজের ছাত্রছাত্রীদের। সেজেগুজে কলেজে এসে তাজ্জব বনে যায় তারা। ঘটনা কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গতকাল রাতে নাকি এক ম্যাসেজ পাঠিয়েছেন শুক্রবার কলেজ বন্ধের বিষয়ে। অধ্যক্ষের এই নির্দেশিকা সম্পর্কে অনেকেই জানেন না।

শুক্রবার কলেজে এসে দেখেন গেইট বন্ধ ঝুলছে তালা। খবর পেয়ে কলেজে গিয়ে হাজির হন এবিভিপি সমর্থিত একদল ছাত্রছাত্রী। তারা ওই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে অবগত হন। কলেজের গেইটে দাঁড়িয়ে অধ্যক্ষের এই ধরনের তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে সুর চড়ালো এবিভিপি।

এদিন এবিভিপির নেতৃত্ব আরো বলেন, কলেজ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় রসাতলে যাচ্ছে আমরপুর সরকারি কলেজের শিক্ষাদীক্ষা। ঠিকমতো ক্লাস হচ্ছে না। মর্জিমাফিক কলেজে আসছেন অধ্যক্ষ সহ অন্যান্যরা। এই ঘটনায় ক্ষোভ জানালো তারা।

Exit mobile version