জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সোমবার সকালেই চাঞ্চল্য ছড়ায়। হঠাৎ অসুস্থ হয়ে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তিনি শারীরিকভাবে অস্বস্তি অনুভব করছিলেন। তবে সোমবার সকালে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রের খবর, ভর্তি হওয়ার পরই রাজীব ভট্টাচার্যের প্রয়োজনীয় সকল মেডিক্যাল পরীক্ষা শুরু করেছে চিকিৎসক দল। তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আপাতত তিনি চিকিৎসাধীন থাকলেও অবস্থাকে স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যদিকে, খবর পেয়ে হাসপাতালে ভিড় জমায় একে একে বিজেপির বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের সঙ্গে কথা বলেন। দলীয় সূত্র জানিয়েছে, রাজীব ভট্টাচার্যকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা হবে, যাতে চিকিৎসকরা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেন।
বিজেপির পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশে অনুরোধ করা হয়েছে। তাঁর স্বাস্থ্যসংক্রান্ত কোনও ভুয়ো খবর বা বিভ্রান্তি যাতে না ছড়ায় সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের তরফে সকল শুভাকাঙ্খীদের কাছে প্রার্থনা চাওয়া হয়েছে তাঁর দ্রুত সুস্থতার জন্য।

