Site icon janatar kalam

হজ ২০২৬: আগেভাগে আবেদন ও অনুমোদিত সংগঠক বাছাইয়ের পরামর্শ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের

জনতার কলম ওয়েবডেস্ক :- হজ ২০২৬ উপলক্ষে ভারতীয় বেসরকারি হজ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, হজে যাওয়ার ইচ্ছুক যাত্রীদের আগেভাগেই আবেদন করতে হবে এবং শুধুমাত্র অনুমোদিত হজ গ্রুপ অর্গানাইজার (HGO)-এর মাধ্যমেই বুকিং সম্পন্ন করতে হবে।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রকের জারি করা নির্দেশিকার পরিপ্রেক্ষিতে ভারত সরকার এই পরামর্শ দিয়েছে। মন্ত্রক জানিয়েছে, হজ ২০২৬-এর ক্ষেত্রে সমস্ত বুকিং সংক্রান্ত প্রক্রিয়া আগামী মাসের ১৫ তারিখের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে শেষ মুহূর্তের অসুবিধা এড়ানো যাবে এবং প্রয়োজনীয় সব বাধ্যতামূলক প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আরও জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন ও আনুষঙ্গিক কাজ শেষ করলে যাত্রীদের ভিসা, আবাসন, পরিবহণ ও অন্যান্য ব্যবস্থাপনায় কোনও সমস্যা হবে না। তাই হজযাত্রীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version