জনতার কলম আগরতলা প্রতিনিধি :- স্মার্ট সিটি প্রকল্প নিয়ে এবার বোমা ফাটালেন প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী ও সিপিএম নেতা মানিক দে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি একের পর এক অভিযোগ তুলে ধরে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন।
মানিক দে অভিযোগ করেন, স্মার্ট সিটির নামে সাধারণ মানুষকে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণ, রাস্তার বেহাল অবস্থা, নিম্নমানের সংস্কারকাজ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, নিয়মিত জঞ্জাল ও ড্রেন সাফাই না হওয়া—এসব সমস্যার ফলে শহরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, শহরে পরিস্রুত পানীয় জলের তীব্র সংকট রয়েছে। শহরের মূল অংশ ছাড়া অন্যান্য এলাকায় স্ট্রিট লাইট জ্বলে না। শিক্ষা ও চিকিৎসা পরিষেবার বেহাল দশা, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও বাজারগুলির জরাজীর্ণ অবস্থা নিয়েও তিনি সরকারের সমালোচনা করেন।
বটতলা বাজার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও কাজ শুরু হয়নি বলেও অভিযোগ করেন মানিক দে। কাটা খাল সংস্কারের জন্য বরাদ্দ অর্থ থাকা সত্ত্বেও কাজ হয়নি। ফুটপাথ নির্মাণ, হকারদের নির্দিষ্ট স্থান, পার্কিং প্লেস তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজগুলোও হয়নি বলে দাবি তাঁর।
প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী প্রশ্ন তোলেন—স্মার্ট সিটি প্রকল্পে এত কোটি টাকা খরচ হলেও বাস্তবে কাজ হয়নি। তিনি জানান, কেন্দ্র থেকে এসেছে ৪৯০ কোটি টাকা এবং রাজ্য দিয়েছে ৫২ কোটি টাকা, অথচ খরচের ক্ষেত্রে ৫০:৫০ অনুপাতের নিয়ম মানা হয়নি। সর্বত্র চলছে “হরির লুট” বলে তোপ দাগেন তিনি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সংকর প্রসাদ দত্ত, সিপিএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী ও প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী।