Site icon janatar kalam

স্মার্ট সিটিতে সিটি হাসপাতাল নির্মাণের অগ্রগতি নিয়ে বৈঠকে মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা স্মার্ট সিটিতে সিটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। কাঁসারি পট্টি এলাকায় গড়ে উঠছে এই সিটি হাসপাতাল। কাজের অগ্রগতি কতটা তা নিয়ে মঙ্গলবার এক পর্যালোচনা বৈঠক হয়। তাতে পৌরোহিত্য করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্য সহ পুর নিগম ও পূর্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন।

ছিলেন কাজের বরাতপ্রাপ্ত ঠিকেদারও। নিজের অফিস কার‍্যালয়ে এই বৈঠকের পর মেয়র জানান, ৫০ আসন বিশিষ্ট এই সিটি হাসপাতাল হবে। কাজের অগ্রগতি, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো কাজ শেষ করা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

শহর ও শহরতলীর রোগীদের চাপ কমাতেই এই সিটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি। ধারনা করা হচ্ছে এই হাসপাতালটি গড়ে উঠলে আইজিএম হাসপাতালের উপর চাপ অনেকটা কমবে।

Exit mobile version