Site icon janatar kalam

স্মার্ট মিটার না লাগানোর অভিযোগে চা শ্রমিকদের বিদ্যুত বিচ্ছিন্ন

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- বিশালগড়-হরিশনগর অঞ্চলের মুন্ডাপাড়া চা শ্রমিকদের ওপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে মধুপুর বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার সকালে নিগমের কর্মকর্তারা প্রথমে স্মার্ট মিটার স্থাপনের প্রস্তাব দেন। কিন্তু শ্রমিকরা মিটারের প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যুতের লাইনে চোরাস্বরূপ কাটা দেওয়া হয়।

কথিত অভিযোগ অনুযায়ী, কর্মকর্তারা আরও বলেন, অনেকদিন ধরেই বিদ্যুতের বকেয়া রয়েছে। এরপরেই শ্রমিকদের বাড়িতে বিদ্যুতের লাইন কেটে দেয়া হয়। শুধুমাত্র বিদ্যুতের সংযোগই নয়, কয়েকটি বাড়িতে হুক লাইনও বিচ্ছিন্ন করা হয়েছে।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, জলের মেশিনের সংযোগও বন্ধ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জলের মেশিন সম্পূর্ণ আলাদা প্রিপেইড মিটারের মাধ্যমে চলে এবং বাড়ির বিদ্যুৎ লাইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শ্রমিকরা চাঁদা তুলে নিজেরা রিজার্ভ জলের ব্যবস্থা করলেও, গত দুইদিন ধরে জলের তড়িৎ সঙ্কট চলছে।

এ ঘটনায় গ্রামের মানুষ ক্ষুব্ধ। প্রশ্ন উঠেছে, কেন এমনকি জলের সংযোগও বিচ্ছিন্ন করা হলো, যেখানে সরাসরি বিদ্যুতের বকেয়া ও স্মার্ট মিটার স্থাপনের কোনো সম্পর্ক নেই।

Exit mobile version