Site icon janatar kalam

স্বাস্থ্য হাব তৈরির দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য : নব্যেন্দু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন প্রকৃত একজন রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী নেতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজ আমলে যে প্রতীক চিহ্ন ছিল, সেই চিহ্ন পরিবর্তন করে ভারতীয়ত্বকে প্রতিষ্ঠা করেছেন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি। ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছিলেন তিনি।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে ছিলেন মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। সহ-সভাপতি বলেন, সম্প্রতি ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে স্থানীয় একটি সংবাদ মাধ্যমে। এতে যেসব তথ্য দেওয়া হয়েছে তা যাচাই করে দেওয়া প্রয়োজন ছিল। যেসব তথ্য প্রকাশ হয়েছে তা ঠিক নয় বলে দাবি করেন তাপস ভট্টাচার্য।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য জিবিতে কিডনি প্রতিস্থাপন নিয়ে বলেন দীর্ঘ প্রচেষ্টার পরে এই কাজটা সফল হয়েছে। বিজেপি পরিচালিত সরকারের এটা স্বাস্থ্য ক্ষেত্রে বড় সাফল্য। এই সাফল্যের জন্য বিজেপির তরফে মুখ্যমন্ত্রী, সরকার, চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানানো হয়। তিনি আশা প্রকাশ করেন আগামীদিনে স্বাস্থ্য পরিষেবা আরও দ্রুত এগিয়ে যাবে। স্বাস্থ্য হাব তৈরির দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য।

Exit mobile version