জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান এবং আগামী প্রজন্ম যারা সমাজ গঠনে রাষ্ট্র গঠনে যুবশক্তি তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ বক্তা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ১২ই জানুয়ারি যুব দিবসতারই অঙ্গ হিসাবে সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায়সরকারি ও বেসরকারিভাবে যুব দিবস পালন করা হয়।
রবিবার আগরতলার চিলড্রেন পার্ক বিবেক উদ্যানে যুব দিবস পালন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সম্মানীয় অতিথিরা।
এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন বর্তমান এবং আগামী প্রজন্ম যারা সমাজ গঠনের রাষ্ট্র গঠনে যুবশক্তি তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ তাদের পথ চলায় স্বামীজীর চিন্তাভাবনা দিশা এবং উনার বাণী অনুসরণ করে যুব সমাজকে চলতে হবে স্বামীজীর পথই হচ্ছে আমাদের আসল পথ।