জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার সকালে দেশের লালকেল্লায় প্রধানমন্ত্রীর হাত ধরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস, এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বক্তব্য রাখতে গিয়ে নিজের মনের কথা দেশবাসীকে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সর্বপ্রথমে স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন, তারপর সকল দেশবাসীকে ৭৭ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন, তিনি নিজ ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ত্যাগে আত্ম বলিদান দেওয়া শহীদদের স্বপ্নের সোনার ভারত গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে নিজেদের যে কর্তব্যপরায়ণতা সেটা স্মরণ করিয়ে দেন এবং স্বাধীনতার স্বর্ণযুগে জাতির ঐক্য ও সমৃদ্ধিতে সর্বাত্মক অবদান রাখার অঙ্গীকার করার আহ্বান রাখেন সকল দেশবাসীর প্রতি।