স্বাধীনতার ইতিহাসের কথা গুলো আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিজেপির সংবিধান গৌরব দিবস পালন : ভগবান
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবিধান দিবস উপলক্ষে,ভারতীয় জনতা পার্টির ধলাই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সংবিধান গৌরব অভিযান অনুষ্ঠিত হয়। সংবিধান গৌরব অভিযান উপলক্ষে বিজেপির ধলাই জেলার কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিজেপি ধলাই জেলা কার্যালয় থেকে শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে, আমবাসা বাজারের শিবশম্ভু কালী মন্দিরের সম্মুখে এক সভায় মিলিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান দাস, উপস্থিত ছিলেন বিজেপির ধলাই জেলা কমিটির সম্পাদক পতিরাম ত্রিপুরা, সহ-সভাপতি শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর, আশিস ভট্টাচার্য্য, কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, সহ অন্যান্য নেতৃত্বরা।
বক্তব্য রাখতে গিয়ে প্রদেশের সাধারণ সম্পাদক ভগবান দাস বলেন বিজেপি গোটা দেশব্যাপী সংবিধান গৌরব দিবস উদযাপন করছে, স্বাধীনতার ইতিহাসের কথা গুলো আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিজেপির সংবিধান গৌরব দিবস পালনের উদ্যোগ নিয়েছে।