জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতা দিবসের দিনে সামাজিক কাজে এগিয়ে এলো বাম ছাত্র যুব সংগঠন। বৃহস্পতিবার সকালে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন রামনগর অঞ্চল কমিটির তরফে হয় সাড়া জাগানো রক্তদান শিবির। এদিন মেলারমাঠ ছাত্র- যুব ভবনে হয় শিবিরটি।
শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক সহ দুই সংগঠনের নেতৃত্ব। শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, যারা দেশকে স্বাধীন করার জন্য নিজের প্রান দিয়েছেন,যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় স্বাধীনতা দিবসে।
পাশাপাশি তিনি ধন্যবাদ জানান রক্তদানের মতো মহৎ কাজে যারা অংশ গ্রহণ করেছেন তাদেরকে।আগামী দিনেও যেন রক্ত দাতারা এই ভাবে এগিয়ে এসে মূমুর্ষূ রোগীদের জীবন বাচান সেই আহ্বান জানান।
মানিক বাবু বলেন, স্বাধীনতার ৭৭ বছর পরেও দেশের মানুষের মূল সমস্যা গুলির সমাধান হয়নি। এগুলি বাড়ছে। কমছে না। তিনি যুব শক্তির উদ্দেশ্যে আবেদন জানান, স্বাধীনতার অসফল যে স্বপ্ন একে সফল করার জন্য যুবদের এগিয়ে আসতে হবে। এদিন বেশ উৎসাহ নিয়ে এদিন রক্তদাতারা শিবিরে অংশ নেন।