জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বর্ণ কমল জুয়েলার্স-র ধনতেরাস ধন সমৃদ্ধি উৎসব শুরু হচ্ছে ২২ অক্টোবর। তা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান প্রতিষ্ঠানের কর্ণধার ও ডিরেক্টররা। ধনতেরাস উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স ত্রিপুরাবাসীর জন্য নিয়ে এলো নানা উপহার যা সকল ত্রিপুরাবাসীর মন জয় করবে।
স্বর্ণকমল জুয়েলার্স এর কর্ণধার গোপাল চন্দ্র নাগ জানান মেগা লাকি ড্র-তে ৩০ গ্রাম সোনার গয়না এবং প্রতিটি লাকি ড্র-তে সোনার কয়েন ও প্রতিটি কেনাকাটা স্বর্ণ মুদ্রা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্স এর মুখপাত্র সুরজিৎ চক্রবর্তী, ডিরেক্টর জয় নাগ ও দিবাকর নাগ। মুখপাত্র বলেন এই ধনতেরাসের সবচেয়ে বড় বাম্পার লাকি ড্র-তে এক লক্ষ টাকার হীরের নেকলেস ।হীরের গয়নার মজুরিতে ১০০ শতাংশ ছাড়, সোনার গয়না মজুরিতে ২৭ শতাংশ ছাড় । সঙ্গে প্রতিটি কেনাকাটা বিশেষ উপহার।