জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতী রাজ্য সরকার এবং সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে চলছে স্বচ্ছতা-ই সেবা কর্মসূচী। সরকারি- বেসরকারি ভাবে চলছে স্বচ্ছ ভারত অভিযান। শনিবার ইউকো ব্যাঙ্কের আগরতলা শাখার উদ্যোগে “স্বচ্ছতা হি সেবা”- স্বচ্ছ ভারত অভিযানের থিমে একটি “ওয়াকথন” আয়োজন করা হয়। ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই ওয়াকথন”।
রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাজধানীর শিশু উদ্যানে এসে শেষ হয় এবং সেখানে পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচিও। উপস্থিত ছিলেন ইউকো ব্যাংক আগরতলা শাখার জোনাল ম্যানেজার রিতাঙ্কর কুন্ডু সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ইউকো ব্যাংক আগরতলা শাখার জোনাল ম্যানেজার রিতাঙ্কর কুন্ডু জানান ভারত সরকারের নির্দেশ মতো “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচির অঙ্গ হিসাবে ওয়াকথন। এদিনের কর্মসূচীতে ব্যাঙ্কের কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশ নেন।