Site icon janatar kalam

স্বচ্ছতা বজায় রেখে পরিচালিত হোক টিসিএ : সুব্রত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন চলবে, তার নিজস্বতা বজায় রেখেই । বর্তমানে এসোসিয়েশন ত্রিপুরা উচ্চ আদালতের কাছে আবেদন রেখেছে যাতে করে আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে দেয় । জানিয়েছেন সম্পাদক পদপ্রার্থী টিসিএ সদস্য সুব্রত দে ।শ্রী দে পাশাপাশি আরও বলেন , বর্তমানে সিটের অধীন যে বিচার প্রক্রিয়া চলছে তাহা যাতে স্বাভাবিকভাবেই চলতে থাকে । সঠিক তদন্তের মাধ্যমে যাতে করে টিসিএ এর প্রকৃত রহস্য উদঘাটন হয়ে যায় সেটাই প্রত্যাশা করছে বর্তমান কমিটি ।

 

 

 

Exit mobile version