জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে উদ্বোধন হল কোন বিদ্যালয়ে স্বচ্ছতা ক্লাবের।বৃহস্পতিবার রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, কমিশনার শৈলেশ যাদব , বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা।স্বচ্ছতা ক্লাব কেন্দ্রীয় সরকারের একটি প্রয়াস।
প্রত্যেক বিদ্যালয়েই ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশুনা করতে আসে এবং দিনের একটি বৃহত্তর অংশ বিদ্যালয়ে অতিবাহিত করে। তাই স্বচ্ছতা এবং স্বাস্থ্য সম্পর্কে অবহিত করার একটি উপযুক্ত জায়গা হল বিদ্যালয়। সরকারেরে এই পরিকল্পনা মাথায় রেখে আগরতলা পুর নিগম বিভিন্ন বিদ্যালয়ে স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন করার চিন্তা ভাবনা এনেছে।
বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে এবং বিজয় কুমার বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় আগরতলার সর্বপ্রথম স্বচ্ছতা ক্লাবের উদ্বোধন হয়।এদিন এই অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের তরফ থেকে বিজয় কুমার স্কুলকে কিছু সামগ্রী দেওয়া হয়।

