জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-স্বচ্ছতার জন্য আবারও আগরতলা পুরনিগম পুরস্কার পেল। উল্লেখ্য আগরতলা পুর নিগম ২০২৩ সালে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রনালয়ের দ্বারা আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৩ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে এবং দেশ ব্যাপি ৪৪৭৭ টি শহরের মধ্যে ৫৪টি শহরকে ভারতের স্বচ্ছ শহর ২০২৩ এর শিরোপা দেওয়া হয় এর মধ্যে আগরতলা পুর নিগম বিশিষ্ট শহর গুলির মধ্যে ‘স্বচ্ছতম শহর’ হিসাবে পুরস্কার অর্জন করেন।
ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রনালয় কর্তৃক নয়া দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে ১১ই জানুয়ারী ২০২৩ ইং তারিখে দেশ ব্যাপি স্বচ্ছতা পুরস্কার প্রদান করা হয়। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , অতিরিক্ত পুর কমিশনার মহাম্মদ সাজাদ পি, (আই, এ. এস) এবং সেনিটারি ইন্সপেক্টর দীলিপ দেববর্মা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আগরতলা পুর নিগমের পক্ষে এই পুরস্কার গ্রহন করেন। আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে একথা জানালেন মেয়র দীপক মজুমদার।