জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্ট্রীট ভেন্ডারদের হাতে লোনের চেক তুলে দিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। করোনার প্রকোপ চলাকালীন সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্ট্রীট ভেন্ডাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের কথা চিন্তা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পিএম স্বনিধি যোজনা নামে একটি স্কীম চালু করেন।
এই স্কীমের মূল উদ্দেশ্য স্ট্রিট ভেন্ডারদের আর্থিক মানোন্নয়ন করা। এই স্কীমের মাধ্যমে স্ট্রীট ভেন্ডারদের ১০ হাজার টাকা জামানত মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই ঋনের টাকা এক বছরের মধ্যে পরিশোধ করলে পরবর্তী সময় ২০ হাজার টাকা ঋণ দেওয়ার হবে।
এই ভাবে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে এই স্কীমে।এখনো পর্যন্ত পুর নিগম এলাকায় ১,৪১৭ জন স্ট্রীট ভেন্ডরকে ১০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়েছে। ৪৪৮ জনকে ২০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়েছে এবং ১১৩ জনকে ৫০ হাজার টাকা করে ঋন প্রদান করা হয়েছে।
১৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ‘স্ব-নিধি ভি স্বভিমান ভি পখোয়ারা’-এর পক্ষকাল ব্যাপী প্রচার অভিযানের অঙ্গ হিসাবে শনিবার আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে স্ট্রীট ভেন্ডরদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা।
এদিন ঋণ প্রদানের পাশাপাশি স্ট্রীট ভেন্ডরদের জন্য স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন প্রধানমন্ত্রী স্ট্রীট ভেন্ডরদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বন করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছেন।
প্রধানমন্ত্রীর চিন্তাধারাকে মান্যতা দিয়ে আগরতলা পুর নিগম এলাকার স্ট্রীট ভেন্ডরদের আর্থিকভাবে আত্মনির্ভর করার লক্ষ্যে জামানত মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের ঐকান্তিক ইচ্ছা সকলকে আত্মনির্ভর করার। শুধুমাত্র শহরাঞ্চলের স্ট্রীট ভেন্ডারদের নয়, পুর এলাকার প্রতিটি ভেন্ডারকেই এই সুযোগ প্রদান করা হচ্ছে। লোনের চেক পেয়ে খুশি ভেন্ডাররা।